রংপুর বিভাগে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে

0

রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষাবোর্ডে গত বছরের চেয়ে এবছর ২৭ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী বেড়েছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার  ৯৬১ জন। এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২ লাখ ১ হাজার ৩৫৯ জন। 

সোমবার দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলায় ২ হাজার ৭০৩ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৭৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ১ লাখ ৭২ হাজার ৯২৬ জন, অনিয়মিত ২৮ হাজার ২৪৪ জন এবং জিপিএ- উন্নয়ন ১৮৯ জন শিক্ষার্থী রয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here