পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটছে। এসব কেন্দ্রে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টুরিস্ট পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
এর অংশ হিসেবে ঈদের দ্বিতীয় দিন দুপুরে টুরিস্ট পুলিশের উদ্যোগে রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর চিড়িয়াখানার কিউরেটর আম্বার আলী তালুকদার, ঠিকাদার হযরত আলী।