রংপুরে ৭ দিনব্যাপী বইমেলা

0

রংপুরে ৭ দিনব্যাপী রংপুর বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর বিভাগীয় বইমেলা ফিতাকেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান মিজান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দিক, এ্যাড. এসএম আব্রাহাম লিংকন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দীন আয়ূব, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মান্নান। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। রংপুর বিভাগীয় বইমেলা মোট ৫৫টি স্টল অংশ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here