রংপুরে স্বাচিপ নেতা গ্রেফতার

0
রংপুরে স্বাচিপ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রংপুরের দফতর সম্পাদক ডা. এম এইচ শিশির চৌধুরীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। সোমবার রাতে নগরীর কামাল কাছনার গুঞ্জন মোড়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডা. এম এইচ শিশির চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুরের দফতর সম্পাদক পদে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ থানায় মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণসাপেক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন-পরবর্তী যাদের নামে মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে। চলমান অভিযানের অংশ হিসেবে ডা. এম এইচ শিশির চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here