রংপুরে সাত ইটভাটার বিরুদ্ধে মামলা

0

রংপুরে সাতটি ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে বিএসটিআই। মঙ্গলবার সকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, গত ৩ মে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র দেখতে পায় গুণগত মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস ইট  উৎপাদন ও বিক্রি-বিতরণ করছে ইটভাটাগুলো।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলাগুলো করেন।

রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের উপ পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here