রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সরকারি-বেসরকারি উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
রবিবার সকালে জেলা প্রশাসন টাউন হল বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এতে অংশগ্রহণ করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফাত হুসাইন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা
এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

