রংপুরে মাদক বিরোধী অভিযান

0

রংপুরে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গঙ্গাচড়া উপজেলা চত্ত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এতে গাঁজা সেবনের দায়ে উপজেলা চত্ত্বর ও ডাকবাংলো এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা থানাপাড়াএলাকার ফারুক মিয়ার ছেলে মমিনুরকে (২০) ৭ দিন, গঙ্গাচড়া ইউনিয়নের মোশাররফ হোসেনের ছেলে সোহাজ্জেম হোসেনকে (৫৫) ৬ মাস এবং নিকলচন্ডী গ্রামের বাদল সরকারের ছেলে খোকন সরকারকে (৩৮) ১ মাসের কারাদন্ড দেন।

এদিকে মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে  জেলা ডিবি পুলিশসদর উপজেলার মমিনপুর মহেশপুর বালাপাড়া গ্রামে পানির পাম্প ঘরে অভিযান চালিয়ে মতিয়ার রহমানের ছেলে রবিউল ইসলামের (৩৩) কাছ থেকে ৭০ পিস ইয়াবাএবং বাবু মিয়ার ছেলে নুর আমিনের (৩০) কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের দু’জনকে গ্রেফতার করে। অপরদিকে গঙ্গাচড়া থানা পুলিশ মর্ণেয়া ইউনিয়নের নরসিংহ মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে সোনা আলী’র ছেলেনুরুজ্জামানকে (৪০) পাঁচ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে সদর কোতয়ালী থানা ও গঙ্গাচড়া মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here