রংপুর নগরীর মর্ডান মোড়ে গাড়ি পার্কিংয়ের চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের নামে মামলা দায়ের করেন। শনিবার ভোরে আশরতপুর এলাকা থেকে পুলিশ আশরতপুর কোটপাড়া এলাকার বাবু (৩৬) ও পলাশকে (২৭) দুই জনকে গ্রেফতার করে।
তাজহাট থানার ওসি রবিউল ইসলাম বলেন, রাতে থানায় ছাত্রলীগের রাব্বি হোসেন বাদী হয়ে মামলা করলে ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।