রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশ এক হাজার ৪০০ পিচ পেথিডিন ইনজেকশন উদ্ধার করেছে। সেই সাথে দুইজনকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যার পরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ ইফতে খায়ের আলম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানা পুলিশের একটি টিম শনিবার ভোর রাতে পীরগঞ্জের জাফরপাড়া নামক স্থান হতে ১৪০০ পিচ পেথিডিন ইনজেকশন (এ্যাম্পল)সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য সাত লাখ টাকা।