রংপুরে এক দফা দাবিতে কালো পতাকা গণমিছিল করেছে মহানগর বিএনপি। শনিবার বিকেলে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী। বক্তব্য রাখেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ।