রংপুরে ‘বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক মতবিনিময় সভা

0
রংপুরে ‘বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে ‘বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গলবার সকালে নগরীর একটি হোটেল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী, বিএনপি প্রার্থীর প্রতিনিধি ড. রোকনুজ্জামান, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাসিমা আমিন, সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যরা।

সভায় অংশগ্রহণকারী প্রার্থীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, ঐক্য ও সংহতি বজায় রাখা, বৈষম্যহীন সমাজ গঠন, সুশাসন নিশ্চিতকরণ এবং নিরাপদ ডিজিটাল স্পেস তৈরিসহ দেশকে এগিয়ে নিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, বিগত সময়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়ায় সরকার স্বৈরাচারী হয়ে উঠেছিল। বিচার বিভাগ রাজনৈতিক বলয়ের মধ্যে থাকায় সাধারণ মানুষসহ সরকারের সমালোচকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তাই আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তাদের মাধ্যমে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে।

তাঁরা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে—এটাই স্বাভাবিক। তবে আগামীর বাংলাদেশ গড়তে হলে ঐক্য ও সংহতি বজায় রাখা জরুরি। চব্বিশের অভ্যুত্থানে যে বৈষম্য দূর করার দাবিতে এত প্রাণ ঝরে গেছে, তা বাস্তবায়নে সব রাজনৈতিক দল ও প্রার্থীদের শপথ নিতে হবে।

বক্তারা সহিংসতার পথ পরিহার করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটি সুন্দর, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here