রংপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

0
রংপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

রংপুর র‌্যাব-১৩ একটি অভিযানে মো. মমিনুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে ১৩৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর মাহিগঞ্জ থানা এলাকায় টহলরত র‌্যাব-১৩ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহাবাজ নামক স্থানে একটি মুদি দোকানের সামনে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। র‌্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া করে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তাল্লাশির সময় একটি সবুজ প্লাস্টিক বস্তার মধ্যে থাকা ১৩৪ বোতল ফেন্সিডিল, একটি স্মার্টফোন, একটি নোকিয়া বাটন ফোন এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here