রংপুরে ট্রেন লাইনচ্যুত, ৪ জেলার যোগাযোগ বন্ধ

0

রংপুরের কাউনিয়ায় লাইন পরিবর্তনের সময় ট্রেন লাইনচ্যুত হয়েছে। লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকো ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বিকাল চারটা পর্যন্ত ট্রেন উদ্ধারের কাজ চলছিল। ট্রেন লাইনচ্যুত হওয়ায় রংপুর-গাইবান্ধার সাথে লালমনিরহাট,কুড়িগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। 

কাউনিয়া রেলওয়ের স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ২০ ডাউন বগুড়া কমিউটার ট্রেনের ইঞ্জিন ও পেছনের বগিসহ ২টি বগি কাউনিয়া পূর্বে কেবিনের কাছে এসে লাইনচ্যুত হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে লালমনিরহাট, কুড়িগ্রামের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। 
স্থানীয়রা বলেন, আমরা শব্দ শুনে আসছি। সংস্কারবিহীন নড়বড়ে রেলপথ ট্রেন দুর্ঘটনার কারণ বলে তারা দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here