রংপুরের গঙ্গাচড়া উপজেলায় খাদ্য বহনকারী ট্রাকের ধাক্কায় হাবু মুন্সি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর সয়রাবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবু বিদিতর মাঝাপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় কৃষক হাবু মুন্সি নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার থানায় অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।