সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রংপুরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের। মঙ্গলবার বিকেলে পাবলিক লাইব্রেরি চত্ত্বরে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগ আয়োজিত এ পিঠা উৎসবের উদ্বোধন করেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু। সভাপতিত্ব করেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের আহবায়ক বিপ্লব প্রসাদ। এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সহ-সভাপতি লায়ন মনজিল মুরাদ লাভলু, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, পার্থ বোস, এডভোকেট মাসুম হাসান।