রংপুরে চার দিনব্যাপী বইমেলা

0

রংপুরে চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে টাউন হল প্রাঙ্গনে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টার। 

তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম, ট্রেজারার অধ্যাপক সঞ্জীব চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ অন্যরা। বইমেলায় বিভিন্ন প্রকাশনীর ২১টি স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলায় থাকছে রংপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here