রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে মুন্না মিয়ার (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এখনও অপর ছাত্র নাইস আহমেদ (১৯) নিখোঁজ রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মুন্না ও নাইস নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের উদ্ধারে চেষ্টা চালায়। বৃহস্পতিবার রাতে বড়াইবাড়ী ঘাটে মুন্নার লাশ ভেসে উঠে। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, মুন্নার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।