দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান। এছাড়াও রংপুরের ৬টি সংসদীয় আসনে আরও তিন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মাঠে নেমেছেন।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেক রহমান। বাবা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সংসদ সদস্য এইচএন আশিকুর রহমানের সুবাদে এবার তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন।
এছাড়া রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়পত্র সংগ্রহ করেছেন গঙ্গাচড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউককে। তবে আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার ভোটে ভাগ বসাতে চান জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমনা আক্তার লিলি।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ওই আসনে প্রধানমন্ত্রীর আত্মীয় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন।