রংপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
শান্তি সমাবেশে রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ও এডভোকেট আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ওয়াজেদ আলী, আতাউর জামান বাবু, গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা ছাত্রলীগের তানিম হাসান চপল।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজুসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা। সমাবেশে সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য জিন্নাত হোসেন লাভলু।