রংপুরে এবার অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আকলিমা খাতুন (২০) নামের অটোরিকশা ছিনতাই চক্রের এক নারী সদস্যকে বুধবার বিকেলে আনসার সদস্যরা আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ সূত্রে জানাগেছে, ওই নারী অটোরিকশা ছিনতাইকারী চক্রের সাথে জড়িত। মেডিকেল কলেজ হাসপাতালে অটো ছিনতাইয়ের চেষ্টার সময় তাকে আটক করা হয়।
মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, এ বিষয়ে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।