রংপুরের রান পাহাড় টপকাতে পারল না খুলনা

0

রংপুর রাইডার্সের রানের পাহাড় টপকাতে পারল না খুলনা টাইগার্স। ২১৯ রানের জবাবে খেলতে নেমে ১৮.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪১ রান তোলে এনামুল হকের দল। এতে ৭৮ রানের বিশাল জয় পেল সাকিব আল হাসানের দল। ৯ ম্যাচের সাতটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে রংপুর।

রান তাড়ায় নেমে ১৮ রানেই দলীয় প্রথম উইকেট হারায় খুলনা। এভিন লুইস ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরেন। এরপর ব্যাটিংয়ে নামা খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়ও রান করতে পারেননি। তবে ওপেনার অ্যালেক্স হেলস খেলেন সর্বোচ্চ রানের ইনিংস। ৩৩ বলে ৬০ রান করেন তিনি। শেষদিকে ১৪ বলে ২০ রান করেন উড। এ ছাড়া বলার মতো তেমন কেউ রান করেননি।

এর আগে, মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ২৪ রানেই বিদায় নেন দুই ওপেনার রনি তালুকদার (৫) ও রিজা হেনড্রিকস (৪)। পরে মাহেদীকে নিয়ে ঝড় তোলেন সাকিব আল হাসান।

এদিন মাত্র ২০ বল খেলে হাফসেঞ্চুরি করেন সাকিব। শেষপর্যন্ত লুক উডের শিকার হয়ে ৩১ বলে ৬৯ রানে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। পরে বেশিক্ষণ টিকতে পারেননি মাহেদী। ৩৬ বলে ৬০ রান করে ফেরেন এই ব্যাটার।

এরপর দুর্দান্ত ক্যামিও ইনিংস উপহার দিয়ে দলকে দুইশ ছাড়ানো সংগ্রহ এনে দেন নুরুল হাসান সোহান। ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি।

খুলনার হয়ে ৪ ওভারে মাত্র ১৯ রানে তিন উইকেট নেন লুক উড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here