বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের বোলিং তোপে চাপে পড়েছে চট্টগ্রাম কিংস। রংপুরের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৫৩ রানের মাথায় ৪ উইকেট হারিয়েছে চট্টগ্রাম। আজ চট্টগ্রামকে হারাতে পারলে টুর্নামেন্টে টানা অষ্টম জয় নিয়ে মাঠ ছাড়বে রংপুর।
এর আগে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে খুশদিল শাহ’র ঝড়ো ফিফটিতে ভর করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৬৪ রান তুলে রংপুর।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ৯ রানের সময় ওপেনিং সতীর্থ স্টিভেন টেলরকে একা রেখে ড্রেসিংরুমের পথ ধরেন তৌফিক খান। তার আউটের পর অবশ্য ৫৪ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামলান সাইফ হাসান ও টেলর। তবে রান তোলার প্রক্রিয়া ছিল খুবই ধীরগতির।
মাঝে ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে আবার বিপদটা বেড়ে যায় রংপুরের। ১ উইকেটে ৬৩ রান করা দলটির এক সময় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৬৯ রান। সেখান থেকে অধিনায়ক নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৪১ রানের জুটি গড়ে দলের হাল ধরেন খুশদিল শাহ।
এক সময় দলের রান দেড় শ’ হওয়া নিয়ে যে শঙ্কা দেখা গিয়েছিল তা পাকিস্তানি ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে মিইয়ে যায়।
টুর্নামেন্টে টানা দ্বিতীয় ফিফটিতে দলকে ১৬৪ রানের সংগ্রহ এনে দেন খুশদিল। স্বদেশী মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হওয়ার আগে খেলেছেন ২৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস। ২১০.৭১ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৭ ছক্কা ও ২ চারে। দলের সংগ্রহে অবশ্য শেষ দিকে ১৭ রানের অবদান রেখেছেন শেখ মেহেদী হাসান।