রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রায় ২৫ হাজার মুসল্লি।
এতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন। এর আগে পুলিশ লাইন্স মাঠে সকাল ৮টায়, সেন্ট্রাল রোড ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতের সাথে মিল রেখে জেলার ৮ উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।