এবার প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে করা দুই যুবকের যৌন হেনস্তার মামলা পুনর্জীবিত হচ্ছে। তার কোম্পানির বিরুদ্ধে করা মামলাটি পুনর্জীবিত করার আদেশ দিয়েছে মার্কিন আদালত।
ওয়েড রবসন ও জেমস সেফচাক নামের ওই দুই ব্যক্তির বয়সই এখন চল্লিশের কোটায়। তাদের দাবি, শৈশবে তারা জ্যাকসনের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছেন।
২০০৯ সালে মারা যান জ্যাকসন। তার আইনজীবী তাকে নিরাপরাধ ও নিষ্পাপ দাবি করে আসছে।
রবসন ও সেফচাক দাবি করেছেন, আশি ও নব্বইর দশকে তারা জ্যাকসনের কাছে হেনস্তার শিকার হন। এর আগে আদালত জানিয়েছিল, জ্যাকসনের কাজের দায়ভার কোনোভাবেই তার কোম্পানি বহন করবে না। এবার আদালত সেই অবস্থান থেকে সরে দাঁড়াল।
সূত্র: বিবিসি