যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা

0

জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ অভিনয় করে প্রশংসিত কোরীয় অভিনেতা ও ইয়াং সু, এক গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ৮০ বছর বয়সী এই অভিনেতাকে যৌন হেনস্তার মামলায় আদালত এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

জানা গেছে, ২০১৭ সালের একটি ঘটনার ভিত্তিতে এক নারী ২০২২ সালে ও ইয়াং সু’র বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন। এরপর আদালতে মামলাটি চলতে থাকে। অভিযুক্ত অভিনেতা অবশ্য শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন।

২০২৪ সালে আদালতের রায় ঘোষণার পর সাংবাদিকদের সামনে তিনি জানান, রায়ের বিরুদ্ধে আপিল করবেন। সেই সঙ্গে তিনি দাবি করেন, অভিযোগকারীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন, কারণ তিনি বিষয়টি নিয়ে বেশি শোরগোল করতে চাননি। তবুও আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here