যৌন হয়রানির প্রতিবাদ, এবার মেডেল গঙ্গায় ফেলবেন ভারতের রেসলাররা

0

ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ স্মরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে টানা এক মাসের বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন ভারতের শীর্ষ রেসলাররা। রবিবার তারা ভারতের নতুন পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রা নিয়ে অগ্রসর হলে পুলিশি নিপীড়নের শিকার হন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে দাঙ্গার মামলাও করেছে পুলিশ।

এবার রাষ্ট্রের এমন আচরণের প্রতিবাদে নিজেদের অর্জিত মেডেল গঙ্গায় ছুড়ে ফেলার ঘোষণা দিয়েছেন রেসলাররা। তারা উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গায় নিজেদের মেডেল ছুড়ে ফেলবেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় তারা মেডেল গঙ্গায় ফেলে দেওয়া কর্মসূচির ডাক দিয়েছে। এছাড়াও ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসবেন তারা।

তারা এক চিঠিতে বলেছেন, ‌‘এই পরিস্থিতিতে এসব মেডেল গলায় ঝুলিয়ে সুসজ্জিত করে রাখার কোনো অর্থ নেই।’ ভারতের প্রধানমন্ত্রীর দিকেও তারা অভিযোগের তীর ছুড়েছেন।

গত এপ্রিল মাস থেকে দিল্লিতে আন্দোলন করে আসছে ভারতের শীর্ষ রেসলাররা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here