ফের দিল্লির যন্তরমন্তর ময়দানে বিক্ষোভে নেমেছেন ভারতের রেসলাররা ( কুস্তিগীর)। দিল্লি পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে পুরনো জায়গা বিক্ষোভে বসেছেন তারা।
এই বিক্ষোভে অংশ নিয়েছেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকসহ অনেক রেসলার। দিল্লি পুলিশ তাদের অভিযোগ নিচ্ছেন না বলেই তারা ফের বিক্ষোভে বসলেন বলে জানা গেছে।
ভিনেশ ফোগাট টুইটারে লেখেন, ‘একাধিক নারী রেসলার যারা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদের অভিযোগের উপর ভিত্তি করে দিল্লি পুলিশ এফআইরআর নিচ্ছে না। ২১ তারিখ দিল্লি পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে বলে অভিযোগ করেন তারা।’
রেসলারদের দাবি মেনে ব্রিজভূষণ শরন সিংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি। তিনি এখনও পদে রয়েছেন। তাকে পদে রেখে দিয়েছে ফেডারেশন।