যৌনতার ভূয়সী প্রশংসা করেছেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বুধবার প্রকাশিত এক ডকুমেন্টারিতে তিনি এই মন্তব্য করেন।
পোপের মতে, যৌনতা ঈশ্বরের মানুষকে দেওয়া এক সুন্দর উপহার।
সেখানে তাকে সমকামি, গর্ভপাত, পর্ন ইন্ডাস্ট্রি, যৌনতা ও ক্যাথলিক চার্চে যৌন নির্যাতন বিষয়ে নানা প্রশ্ন করা হয়।
সেই আলাপের একপর্যায়ে পোপ বলেছেন, ‘মানুষকে ঈশ্বর যেসব সুন্দর জিনিস দান করেছেন তার মধ্যে যৌনতা অন্যতম।’ আর সমকামিদের সম্পর্কে পোপ বলেছেন, ‘সবাই ঈশ্বরের সন্তান। আর ঈশ্বর কাউকে প্রত্যাখান করে না। ঈশ্বর হলেন পিতা। আমি কাউকে (সমকামি) গির্জা থেকে বহিষ্কার করার অধিকার রাখি না।’
সূত্র: রয়টার্স