যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ৩ বছরের কারাদণ্ড

0

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামীকে দোষী সাব্যস্ত করে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান রবিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের আব্দুল হামিদ তালুকদারের ছেলে নাসির উদ্দিন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। অন্য আসামি আব্দুল হামিদ তালুকদারকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। 

রাষ্ট্র পক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল  বলেন, রায়ে বাদী সন্তুষ্ট। আসামি পক্ষের আইনজীবী ইসমাইল হোসেন রাসেল বলেন, আসামি আদালতে আত্মসমর্পন করলে আমরা উচ্চ আদালতে আপীল করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here