যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

0

বিয়ের বরযাত্রাও হলো। খাওয়া দাওয়াও হলো। বাধা আসলো বিয়ে পড়ানোর সময় যৌতুক চাওয়া নিয়ে। আর বনিবনা না হওয়ায় বিয়ের আসর থেকে বরযাত্রীদের নিয়ে চলে গেলন বর। 

নেত্রকোনার কলমাকান্দায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কন্যা দায়গ্রস্ত পিতা শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুরে বর ও বরের বাবাসহ তিনজনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন কলমাকান্দা থানায়। 

খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রম শুরু হলে বরের পক্ষ থেকে আরও ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান। এদিকে, এ বিয়ে উপলক্ষ্যে ২ লাখ টাকা খাওয়া-দাওয়া ও ডেকোরেশন বাবদ খরচ হয় বলে অভিযোগে উল্লেখ করে কনের বাবা।  

অভিযুক্ত হাসেন মিয়ার কাছে জানতে এ ব্যপারে ফোন দিলে সাংবাদিক পরিচয় শুনে তিনি তার মামা সবুজ মিয়ার নিকট ফোনটি দিয়ে দেন। সবুজ মিয়া বলেন, দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। তাদের কথামতো আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে সমঝোতা হয়।  

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, অভিযোগ পাওয়ার পর উপপরিদর্শক (এসআই) আলমগিরকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশের হস্তক্ষেপে উভয়পক্ষ বিয়ে দিতে সম্মতি পোষণ করেছে।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here