বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বয়কটে অনড় অবস্থানে রয়েছেন দেশের ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) স্পষ্ট জানিয়ে দিয়েছে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে তারা মাঠে নামবেন না।
বুধবার বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামের পদত্যাগ নিশ্চিত না করা হলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবেন না।
সংবাদ সম্মেলনে খেলা বয়কটের পেছনে পাঁচটি প্রধান কারণ তুলে ধরে কোয়াব। দাবিগুলো হলো—
১. ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের চলমান সংকটের সমাধান
২. নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি
৩. নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি
৪. বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ
৫. বিপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা পাওয়া ৯ ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট ব্যাখ্যা
মিঠুন বলেন,’আমরা একটাই শর্তে মাঠে নামব, বিসিবি যদি অফিসিয়ালি ঘোষণা দেয় যে ৪৮ ঘণ্টার মধ্যে এই ব্যক্তি বোর্ডে থাকবেন না। অন্যথায় খেলা বন্ধ থাকবে।’
সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতির পাশে উপস্থিত ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।
এই সংকটের সূত্রপাত হয় গত মঙ্গলবার। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলে খেলোয়াড়দের পেছনে খরচ করা অর্থ ফেরত নেওয়ার ইঙ্গিত দেন তিনি, যা ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

