যে শর্তে পিটিআই সমর্থিতদের সরকার গঠনে স্বাগত জানাতে চান শাহবাজ শরীফ

0

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার ব্যবস্থা করতে পারলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্যরাও সরকার গঠন করতে পারে। তিনি বলেছেন, ‌‘যদি পিটিআই সমর্থিতরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেন, তবে সরকার গঠনের ব্যাপারে তাদেরকে স্বাগত জানানো হবে।’

এককভাবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার গঠন করতে ১৩৪ আসনে জয় পাওয়া দরকার। তবে সদ্য শেষ হওয়া আলোচিত নির্বাচনে কোনো দলই সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই জোট গঠন করতে হবে। তবে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে ইমরানে খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নিষেধাজ্ঞার কারণে ইমরানের প্রার্থীরা নিজ দলের নাম ও প্রতীক ব্যবহার করে নির্বাচন করতে পারেননি। তাদের লড়তে হয়েছে স্বতন্ত্র হিসেবে।

শাহবাজ আরো জানিয়েছেন, কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্য দলে ভেড়ায় বর্তমানে তাদের আসন সংখ্যা ৮০। সামনের দিনগুলোতে তাদের সাথে আরো অনেক স্বতন্ত্র আইনপ্রণেতা যোগ দেবে বলে দাবি করছেন মুসলিম লিগ-নওয়াজের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা এই নেতা।

সরকার গঠনের মতো অবস্থায় পৌঁছাতে না পারলেও এখনো পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দলটির শীর্ষ নেতা নওয়াজ শরীফকেই রাখা হয়েছে। বড় ভাইর ব্যাপারে শাহবাজ বলেছেন, ‘আমি এখনো বলছি, নওয়াজ শরীফই চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন।’ সব দলকে জোট সরকার গঠন করার জন্য আহ্বান জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন শাহবাজ। তার মতে দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সূত্র: জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here