নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে নয়া নয়া রেকর্ড গড়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজার রানের মালিক এখন এই পাকিস্তানি ব্যাটার।
মাত্র ৯৭ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন বাবর। পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হাশিম আমলাকে। এই ম্যাচে ১১৭ বলে ১০৭ রান করেছেন বাবর।
বাবরের সেঞ্চুরিতে টম ল্যাথামের নিউজিল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩৩৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান।