যে দ্বন্দ্বে কারিনা কাপুরকে কথা শোনান প্রিয়াঙ্কা চোপড়া

0

বলিউডের ফিল্মি পরিবারের তারকাদের সঙ্গে খুব একটা সখ্যতা নেই প্রিয়াঙ্কা চোপড়ার। নিজেকে প্রতিষ্ঠিত করা এই অভিনেত্রী একসময়ে বলিউডের অনেকের কাছেই চক্ষুশূল হয়ে উঠেছিলেন। প্রিয়াঙ্কার জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে একবার তীর্যক মন্তব্য করেছিলেন কারিনা কাপুর, পাল্টা কথা শোনাতে ছাড়েননি দেশি গার্ল।

মধুর ভান্ডারকর পরিচালিত ফ্যাশন সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কার পান প্রিয়াঙ্কা চোপড়া। তৎকালীন এক সাক্ষাৎকারে কারিনাকে এপ্রসঙ্গে প্রশ্ন ছোঁড়া হলে তিনি বলেন, আমার জাতীয় পুরস্কার চাই না। আমার সত্যিই এতে কিচ্ছু যায়-আসে না। আমি শুধু চাই দর্শকরা হলে গিয়ে আমার সিনেমা দেখুক। ওটাই আমার জন্য যথেষ্ট। যখন সবাই সিনেমাটা দেখে বেরিয়ে বলবে যে, ভাল সিনেমা দেখলাম.. সেটাই আমার কাছে অনেক।

এই ঘটনার বছরখানেক বাদে ‘কফি উইথ করণ’-এর এক পর্বে একসঙ্গে হাজির ছিলেন কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া। অতীতের সেই বাক-বিতণ্ডার কথা উত্থাপন হতেই মান-অভিমান মিটিয়ে কারিনা বলেন, সেইসময়ে আমরা একে-অপরকে চিনতাম না। দু’জনে কখনও সময় কাটাইনি একসঙ্গে। তবে যখন থেকে আমি প্রিয়াঙ্কাকে চেনা শুরু করি, আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here