ভারতীয় বাংলা সিরিয়ালের গল্প থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে প্রায়শই দর্শকের ও নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ে ধারাবাহিকের নির্মাতারা। তবে এবার আর সমালোচনা নয়, কার্যত বিরক্ত দর্শকেরা। মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায় ও স্নেহা চট্টোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। সেই ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ওপার বাংলার এই নতুন সিরিয়ালে অন্যতম মূল চরিত্র শিমূলের বিয়ের দৃশ্য দেখছেন দর্শক। দেখা গেছে, শিমূল এবং পরাগের প্রথম রাতে মা কড়া নেড়েছে ছেলের ঘরে। আচমকাই অসুস্থ বোধ করা শুরু করেন তিনি। ফলে ছেলেই তার ভরসা। সিরিয়ালে দেখা যায় সেই রাতে ছেলের সঙ্গেই ঘুমাচ্ছেন মা। আর নতুন বউ ঘরের সোফায় শুয়ে রয়েছে। এই দৃশ্য সম্প্রচারিত হওয়ার পর থেকেই তুমুল কটাক্ষের মুখে সিরিয়ালটি।
যে দৃশ্যটি সোশ্যালে ভাইরাল হয়েছে সেই পর্বটি প্রচারিত হয়েছে গতকাল মঙ্গলবার। এরপর থেকেই সেটি নিয়ে বিতর্কের মুখে পড়ে জি বাংলা। অনেকের মতে, বাংলা ধারাবাহিককে এরকম নোংরামিতে পরিণত করা ঠিক নয়। এই সিরিয়াল বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। যদিও এসব বিতর্ক নিয়ে সিরিয়ালটির নির্মাতা বা চ্যানেলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র : জি নিউজ ও আনন্দবাজার পত্রিকা।