যে চুম্বন নিয়ে আজও অনুতপ্ত মাধুরী!

0

ক্যারিয়ারে প্রথম সিনেমাতেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনয় করেছিলেন চুম্বন দৃশ্যেও। তখনকার দাপুটে অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে করা সেই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে এখনও আফসোস করেন মাধুরী।

মাধুরী সিনেমা জগতে প্রবেশ করেন আশির দশকে। বাঙালি প্রয়াত অভিনেতা তাপস পালের সঙ্গে ১৯৮৪ সালে এই নায়িকার প্রথম সিনেমা ‘অবোধ। সেটা খুব একটা চলেনি।

পরিচালক যদিও নায়িকা করতে চেয়েছিলেন শ্রীদেবীকে। কিন্তু শ্রীদেবী রাজি হননি। আর সেই সিনেমার একটি দৃশ্যেই নিজের চেয়ে ২০ বছরের বড় অভিনেতা বিনোদকে চুমু খেতে হয় মাধুরীকে। করতে হয় অন্তরঙ্গ দৃশ্যও।
 
সেই ঘটনার বহু বছর পর কাজটি নিয়ে আক্ষেপ করে মাধুরী জানালেন, পরবর্তীতে আর কোনো সিনেমায় চুম্বন দৃশ্যে তিনি অভিনয় করেননি।

মাধুরীর মতে মুক্তির পর সিনেমা দেখে তার মনে হয়েছিল চুম্বনের দৃশ্যটি জরুরি ছিল না। ওই দৃশ্যটা বাদ দিলেও চলত। তাই এখনই তিনি আফসোস করেন।

সিনেমায় মাধুরীর অভিনয় প্রশংসিত হলেও অন্তরঙ্গ দৃশ্য নিয়ে দর্শকমহলে আলোচনা চলে। মাধুরী এ বিষয়ে বলেন, ‘আমার পরিবারের কেউ ফিল্মজগতের সঙ্গে যুক্ত ছিল না। তাই আমি কিছুই জানতাম না। তখনকার দিনে এ গ্রেড ছবির নায়িকারা যে চুম্বনের দৃশ্যে অভিনয় করতেন না, তা জানতাম না আমি। পরে সিদ্ধান্ত নিই, এ ধরনের দৃশ্যে আমি আর নেই।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here