সালমান খান ও অরিজিৎ সিংয়ের দীর্ঘ ৯ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল। কিন্তু এভাবে আর কতদিন। তাই বিরোধ ভুলে সালমান খানের বাড়িতে হাজির হলেন অরিজৎ। বুধবার রাতে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভক্তদের মনে প্রশ্ন, শেষ পর্যন্ত কি তাদের দূরত্ব কমলো? বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।
এখন সকলেরই প্রশ্ন তবে কি সলমন শেষপর্যন্ত অরিজিৎকে ক্ষমা করে দিয়েছেন? দূরত্ব কি ঘুচল দু’জনের। সালমান খান আর অরিজিৎ সিং-এর ঝামেলার কথা সর্বজনবিদিত। ২০১৪ সালে এক অ্যাওয়ার্ড সেরেমানির মঞ্চে অরিজিৎ-এর কথা শুনে মেজাজ হারিয়েছিলেন সালমান। এই ঘটনার দু-বছর পর প্রকাশ্যে সালমান খানের কাছে ক্ষমা চান অরিজিৎ। ফেসবুক পোস্টে সালমানের উদ্দেশ্যে খোলা চিঠি লিখে মাফ চেয়েছিলেন গায়ক। সালমান-অরিজিতের সম্পর্কে বরফ গলার খবর রটতেই ভাইরাল ৭ বছর পুরোনো সেই চিঠি।
‘সুলতান’ ছবি মুক্তির আগে অরিজিৎ এই চিঠি লিখেছিলেন। ছবির ফাইনাল এডিট থেকে ছেঁটে ফেলা হয়েছিল অরিজিতের গান, সেই খবর তাঁর কানে পৌঁছাতেই এই চিঠি লেখেন গায়ক। গুঞ্জন ছিল সবটাই হয়েছে সালমানের কারণে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন ভাইজান। জানান, ছবির মিউজিকের ব্যাপারে নাক গলান না তিনি।
২০১৪ সালে পুরস্কার বিতরণীর মঞ্চে কী ঘটেছিল?
২০১৪ সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ডের সঞ্চালক ছিলেন সালমান খান ও রীতেশ দেশমুখ। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে দেরি করেন অরিজিত। কারণ দর্শকাসনে বসে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম চোখে মঞ্চে উঠবার পর ভাইজান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, ‘ঘুমিয়ে গিয়েছিলে’? জবাবে অরিজিত বলে বসেন, ‘কী করব? আপনারা ঘুম পাড়িয়ে দিলেন?’ সঞ্চালনা নিয়ে এমন বাঁকা জবাব পছন্দ হয়নি সালমানের!
পাল্টা ভাইজান জানান, ‘এইরকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে’। সেই শুরু ঝামেলার। ৯ বছর পর এই ঠাণ্ডা-যুদ্ধ শেষ হল বলে! হয়ত সালমানের নতুন কোনও প্রোজেক্ট গান গাইবেন অরিজিৎ, গায়ক-নায়ক সাক্ষাৎ-এর পর থেকে এমনই জল্পনা। মনোমালিন্য ভুলে হাত মেলাক দুই তারকা, আশা অনুরাগীদের। সেইদিকে নজর থাকবে আমাদেরও।