জনপ্রিয় নির্মাতা করণ জোহরের বদলে বলিউড ভাইজান সালমান খান নিয়ে গতকাল ১৭ জুন থেকে শুরু হল ‘বিগ বস ওটিটি ২’। শো-টির প্রিমিয়ারে বেশ খোস মেজাজে দেখা গেছে এই অভিনেতাকে। সেখানেই রসিকতা করে সালমান বলেছেন, শাহরুখ এবং আমির সেকেলে (পুরানো) হলেও, তিনি মোটেই তা নন।
এই শোয়ের প্রথম দিনের পর্বে এবারের অন্যতম প্রতিযোগী জিয়া শঙ্কর স্টেজে এসেই সালমানকে সেকেলে বলেন। আর এটা শুনেই মজা করে উত্তর দেন তার দুই বন্ধু আমির খান এবং শাহরুখ খান সেকেলে হতে পারেন কিন্তু তিনি নন।
পরে সময়ের সাথে সাথে তিন খানই নিজেদের প্রমাণ করেছেন। বিশ্বজুড়ে তাদের ভক্ত। বলিউডে রাজত্ব করছেন তারা। তবে একে অপরকে প্রতিযোগী মনে করেন না তারা। তাদের মাঝে এখন ভালো বন্ধুত্ব। যদিও মাঝখানে ভুল বোঝাবুঝির কারণে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল খানদের মধ্যে। পরে অবশ্যই সব স্বাভাবিক হয়ে যায়। সূত্র : হিন্দুস্তান টাইমস।