দক্ষিণী চলচ্চিত্র জগতে চেনা মুখ তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পরে তার জনপ্রিয়তা আরও বেড়েছে। সেই আল্লু অর্জুনের বলিউডে পা রাখার কথা ‘জাওয়ান’ ছবির হাত ধরে। দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জাওয়ান’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার কথা ছিল আল্লু অর্জুনের। খবর প্রকাশ্যে আসার পরে অনুরাগীদের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছিল। সেই সব জল্পনায় পানি ঢাললেন তারকা নিজেই। জানা গেছে, ইচ্ছা থাকলেও ‘জাওয়ান’ ছবিতে কাজ করার জন্য সায় দিতে পারেননি দক্ষিণী তারকা।
খবর, অ্যাটলির ‘জাওয়ান’ ছবির চিত্রনাট্য শুনেছেন আল্লু অর্জুন। তার জন্য লেখা বিশেষ চরিত্র শুনে অভিনয়ে আগ্রহ প্রকাশও করেছিলেন তিনি। বাধ সাধল শুটিং শিডিউল। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবির শুটিং। বিশাখাপত্তনমের পর আপাতত হায়দরাবাদে শুটিংয়ে ব্যস্ত আল্লু। পাশাপাশি চলছে শারীরিক কসরতও। চরিত্রের প্রয়োজনের শুটিং ছাড়া বাকি সময় জিমেই কাটাচ্ছেন তিনি। ‘জাওয়ান’-এর শুটিংয়ের জন্য একটুও সময় বের করতে পারবেন না, এই মর্মেই ছবিকে না বলতে বাধ্য হন অভিনেতা। শাহরুখ খানের সঙ্গে তাকে এক ফ্রেমে দেখতে মুখিয়ে ছিলেন দর্শক। শোনা যাচ্ছে, অনুরাগীদের হতাশ করে দুঃখিত তিনি নিজেও।