যে কারণে মেজাজ হারালেন সোনাক্ষী

0

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না। পাপারাৎজিদের সঙ্গেও তার সম্পর্ক খুবই ভাল। তবে এবার মেজাজ হারালেন অভিনেত্রী। এক ফটোগ্রাফারের কাজ দেখে কড়া ভাষায় কথা বললেন অভিনেত্রী।

সম্প্রতি, নেট দুনিয়ায় সোনাক্ষীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করছেন অভিনেত্রী। তখনই এক ফটোগ্রাফার তাকে অনুসরণ করতে শুরু করেন। শুরু হয় একের পর এক ছবি তোলা।

প্রথমে সোনাক্ষী হাসি মুখেই হাঁটছিলেন। কিন্তু শেষে মেজাজ হারান। ফটোগ্রাফারদের উদ্দেশে তাকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, “এবার আপনি থামুন! অনেক হয়েছে।”

এরপরই ওই ফটোগ্রাফারের উদ্দেশে হাত জোর করে অনুরোধ করতে থাকেন অভিনেত্রী। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে সোনাক্ষী একা ছিলেন না। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার স্বামী জাহির ইকবাল। অভিনেত্রীর আচরণ দেখে ফটোগ্রাফাররা প্রত্যেকেই তার থেকে দূরে সরে যান।

গত বছর জুন মাসে জাহিরের সঙ্গে বিয়ে সেরে তাদের সম্পর্কে সিলমোহর দেন সোনাক্ষী। তার আগে তারা প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন। গত বছর ‘কাকুড়া’ ছবিতে সোনাক্ষীকে দর্শক দেখেছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই মুহূর্তে নতুন সংসারে মন দিয়েছেন অভিনেত্রী। তবে পাশাপাশি নতুন চিত্রনাট্যও পড়ছেন তিনি। খুব দ্রুত নতুন কাজের ঘোষণা করতে পারেন অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here