ভিসা ও আবাসন নীতিমালা শিথিল করেছে চীন। মহামারীর নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এই উদ্যোগ নিয়েছে দেশটি।
চীনের নতুন এই উদ্যোগের পর বিদেশিরা অন অ্যারাইভাল ভিসা সহজে পেয়ে যাবেন। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরা কোনও সমস্যা ছাড়াই শহরে বসবাস করতে পারবে।
২০২৩ সালের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৮ শতাংশ। সেই সঙ্গে বেকারত্বের হার ইতিহাসের সর্বোচ্চ ২০ শতাংশে উন্নীত হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয় ২৬টি নতুন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে। এর মধ্যে ব্যবসায়িক প্রয়োজনে আগত বিদেশিদের জন্য সহজ ভিসা নীতিও রয়েছে। বাণিজ্য লেনদেন, এক্সপো, সম্মেলনে যোগদানসহ বিনিয়োগের জন্য যারা বর্তমানে চীনে আসবেন তারা আসার পর পরই ভিসা পেয়ে যাবেন। এজন্য নির্দিষ্ট নথিও দেখাতে হবে। এর আগে যারা চীনে ভ্রমণে আসত তাদের আগে নিজ দেশে থাকা চীন দূতাবাস বা কনস্যুলেটে ভিসা আবেদন করতে হতো।
সম্প্রতি দেওয়া ঘোষণায় স্থায়ী নাগরিকত্ব পাওয়ার যে নীতিমালা সেটিও শিথিল করার কথা জানানো হয়েছে। এটি হুকউ নামে পরিচিত। যেখানে কয়েক দশক ধরে চীনের অধিবাসীদের আরবান বা রুরাল নামে আখ্যা দেওয়া হচ্ছিল। চীনের অধিবাসীরা দেশের যেকোনেও স্থানে বসতি স্থাপন, বসবাস ও কাজ করতে পারবে। কিন্তু আবাসন ব্যবস্থার কারণে তারা নির্দিষ্ট পাবলিক পরিষেবা গ্রহণ করতে পারে। এর মধ্যে স্বাস্থ্যবীমা ও শিক্ষাও রয়েছে। সূত্র: ব্লুমবার্গ, এএফপি, দ্য স্টার