যে কারণে বদলে গেল উগান্ডার জার্সি

0

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিও সবার আগেই উন্মোচন করে দলটি। তবে আইসিসির নির্দেশে সেই জার্সিতে পরিবর্তন এনেছে উগান্ডা। হালকা পরিবর্তন এনেই তারা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আদেশ পালন করেছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ক্রিকেট ডটকম এইউ এক প্রতিবেদনে জানিয়েছে, সারস পাখি থাকায় জার্সিতে পৃষ্ঠপোষকের লোগো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সেকারণে তাদের জার্সিতে পরিবর্তন আনতে বলে আইসিসি। পরে বিশ্বকাপের আগমুহূর্তে জার্সিতে পরিবর্তন এনে উগান্ডা পাখির ডানাগুলো হালকা করে ছেটে দিয়েছে। তাদের ট্রাউজারেও দেখা গেছে একই রকম পরিবর্তন। 

বিশ্বকাপ শুরুর আড়াই মাস আগেই নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপের জার্সি তৈরির জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন। দেশটির বেশ কয়েকজন ডিজাইনার তাদের জার্সির ডিজাইন পাঠিয়েছিলেন। সেখান থেকে মাঙ্গেনি ইলিয়াসের করা ডিজাইন বেছে নিয়েছে দেশটির বোর্ড। সেখানে ছিল সারস পাখির ছাপ। উগান্ডার জাতীয় পাখি ধূসর রঙের সারস পাখি দেখেই মাঙ্গেনি বিশ্বকাপের জার্সি নকশা করার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানা যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here