চীনা তহবিল গ্রহণের অভিযোগ এনে বেশ কয়েকজন প্রসিদ্ধ সাংবাদিকের বাড়িতে অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। নিউজভিত্তিক ওয়েবসাইট নিউজক্লিক নামে এই তহবিল নেওয়া হচ্ছে বলে দাবি পুলিশের।
মঙ্গলবার রাজধানী দিল্লিতে এই অভিযান চালানো হয়। এসময় ওইসব সাংবাদিকের মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়।
সমালোচকরা বলছে, এটা গণমাধ্যমের স্বাধীনতার ওপর ইচ্ছাকৃত আক্রমণ।
নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ, সাংবাদিক অভিষার শর্মা, অনিন্দ্য চক্রবর্তী ও ভাষা সিং, জনপ্রিয় ব্যঙ্গকার সঞ্জয় রাজৌরা ও ইতিহাসবেত্তা সোহাইল হাশমিকে থানায় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
যদিও এ বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে অভিষার শর্মা টুইটারে (এক্স) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পুলিশ তার ফোনও কেড়ে নিয়েছে।
আর ভাষা সিংও জানিয়েছেন, তার ফোনও পুলিশ নিয়ে নিয়েছে। এছাড়াও নিউজ ওয়েবসাইটটির দিল্লি কার্যালয়ে অভিযান চলছে।
সূত্র: বিবিসি