যে কারণে পরমব্রত’র সঙ্গে কৌশানীর অভিনয়ে আপত্তি ছিল বনির

0

ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি প্রায় ১২ বছর আগে নির্মাণ করেছিলেন ‘হেমলক সোসাইটি’। আলোচিত এই সিনেমাটির আদলেই এবার তৈরি করেছেন ‘কিলবিল সোসাইটি’। ২০১২ সালে হেমলক সোসাইটির মতো কিলবিল সোসাইটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা পরমব্রত চ্যাটার্জি অভিনয় করলেও এবার তার বিপরীতে কোয়েল মল্লিকের পরিবর্তে নেওয়া হয়েছে কৌশানী মুখার্জিকে। 

‘কিলবিল সোসাইটি’ সিনেমায় পরমব্রত-কৌশানীর চুম্বন দৃশ্য রয়েছে। যেটা কৌশানীর জন্য নতুন এক অভিজ্ঞতা। কারণ প্রথমবার সিনেমায় চুম্বন দৃশ্যে অভিনয় করলেন তিনি। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার গল্পই তুলে ধরলেন এই অভিনেত্রী। জানালেন, পরমব্রত নাকি বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমির মতোই চুমু খায়!

‘কিলবিল সোসাইটি’ সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে কৌশানী মুখার্জি বলেন, “সৃজিতদা আমাকে প্রথম ফোন করে ডাকেন। জিজ্ঞাসা করেন, ‘তোর চুমু খেতে অসুবিধা আছে?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ, অসুবিধা তো নিশ্চয়ই আছে।’ তারপর সৃজিতদা জানান, সিনেমায় চুমু খাওয়াটা চিত্রনাট্যের জন্য জরুরি। আমি চিত্রনাট্য শুনলাম, শুনে আর না বলার প্রশ্নই ছিল না। অসাধারণ গল্প! 

তবে পরমব্রত চ্যাটার্জির সঙ্গে চুম্বন দৃশ্যে প্রেমিক বনি সেনগুপ্তর আপত্তি ছিল বলে জানিয়েছেন কৌশনী। অভিনেত্রীর ভাষ্য, ‘সঙ্গী হিসেবে তো যে কারো অসুবিধা হবে। বাড়ি ফেরার পর কিছুক্ষণ নিস্তব্ধ একটা পরিস্থিতি ছিল। আমরা সম্পর্কে আসার পর পর্দায় এই প্রথম এমন দৃশ্যে অভিনয় করা হয়েছে। একটা চ্যালেঞ্জ তো ছিলই, সেটা অতিক্রম করতে হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here