ঘটনাটি বিগ ব্যাশের। অস্ট্রেলিয়ার এই লিগ খেলতে যাওয়া নিয়েই ওয়াহাব রিয়াজের সাথে ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ।
হারিস রউফের কাণ্ডে অনেকেরই চোখ ছানাবড়া হয়েছে। ব্যাট করতে নেমেছেন রউফ। অথচ তার মাথায় হেলমেট নেই, হাতে নেই গ্লাভসও! এমনকি, প্যাডও পরেননি পাকিস্তানের এই ক্রিকেটার। শুধুমাত্র ব্যাট হাতেই নেমে পড়েছেন তিনি। রউফের এই কাণ্ড দেখে হেসে ফেলেন তার সতীর্থরাও!
আবার অনেকে বলছেন টাইমড আউট হওয়ার ভয়েই ঢাল-তলোয়ার ছাড়া রণাঙ্গণে নেমে যান রউফ।