যে কারণে নিজের মেয়েকেই ‘চড়’ মারবেন রাবিনা!

0

অজয় দেবগন প্রযোজিত ছবি ‘আজাদ’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। ছবিটির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির। ছবিতে তার বিপরীতে রয়েছেন অজয় দেবগনের ভাইপো আমন দেবগন। সম্প্রতি নিজের ক্যারিয়ার প্রসঙ্গে মায়ের দেওয়া পরামর্শ প্রকাশ্যে এনেছেন রাশা।

প্রথম ছবি মুক্তির আগে থেকেই রাশাকে ঘিরে অনুরাগীদের কৌতূহল বাড়তে থাকে। এক প্রশ্নের উত্তরে রাশা জানান, মাটিতে পা রেখেই জীবনে এগিয়ে যেতে চান তিনি। আর এক্ষেত্রে তার অনুপ্রেরণা শ্রদ্ধা কাপুর।

 রাশা বলেন, ‘সামাজিক মাধ্যমে অগণিত অনুসরণকারী এবং সাফল্যের পরও শ্রদ্ধা সাধারণ জীবনযাপন করেন। খুবই বিনয়ী। এমনকি তামান্না ভাটিয়াও সে রকমই।’

রাশা জানিয়েছেন, ফিল্মি পরিবারের সদস্য বলেই ছোট থেকে তাদের খুব অন্যভাবে বড় করে তুলেছেন অভিভাবকেরা। তাকে সব সময় মাটিতে পা রেখেই চলতে শিখিয়েছেন মা রাবিনা।

রাশা বলেন, ‘যতই সাফল্য আসুক না কেন, মা আমাকে মাটিতে পা রেখেই চলার পরামর্শ দিয়েছেন। আর মা বলেছেন, ‘যদি কোনোদিন দেখি তুমি বাড়াবাড়ি করছ, তা হলে আমি তোমাকে চড় মারব। যদি দেখি তুমি আকাশে উড়ছ, তা হলে আমি গিয়ে তোমাকে পৃথিবীতে ফিরিয়ে আনব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here