যে কারণে দলে মেহেদী, বাইরে সৌম্য

0

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। সে উপলক্ষ্যে আজ শনিবার (১২ আগস্ট) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের ঘোষিত দলে জায়গা হয়নি আলোচনায় থাকা সৌম্য সরকারের। ডাক পাননি মাহমুদুউল্লাহ রিয়াদও। তবে বিসিবির এই তালিকায় রয়েছেন শেখ মেহেদী।

২০২২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন শেখ মেহেদী। এরপর বিপিএল চলাকালে ইনজুরির কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি এশিয়া কাপেও তার অলরাউন্ড ফর্মের দেখা মিলেছে। সে কারণে মেহেদীকে দলের সাত নম্বর পজিশনের বিবেচনায় দেখেছিলেন অনেকে। 

এ নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা আছে। ঘরোয়া ক্রিকেটটা তার যথেষ্ট খারাপ গিয়েছে, এজন্য ইমার্জিং কাপে আমরা দেখেছিলাম। দেখেছি সৌম্য ফিরে আসতে পারে কিনা। কিন্তু এশিয়া কাপে ওকে নিয়ে কোনো আলোচনাই করিনি।’

এরপর শেখ মেহেদীর দলে ফেরা নিয়ে তিনি বলেন, ‘মেহেদী বিপিএলের মাঝখানে ইনজুরিতে পড়েছিল। অনেকদিন ভুগেছে। তারপরও সে আমাদের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিল। ইমার্জিং কাপেও যথেষ্ট ভালো করেছে। আশা করছি নিজেকে মেলে ধরতে পারবে এশিয়া কাপে সুযোগ পেলে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here