যে কারণে টুইটারের হেড অফিস থেকে সরল ‘এক্স’ লোগো

0

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দফতর থেকে বিশালকার একটি ‘এক্স’ লোগো সরিয়ে ফেলা হয়েছে। সম্প্রতি ইলোন মাস্ক পুরনো ‘পাখি’ উড়িয়ে দিয়ে ‘এক্স’ লোগো বসিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির মাথায়।

মার্কেট স্ট্রিটের সদর দফতরের ছাদে গত ২৮ জুলাই বিশাল আকৃতির এই লোগো বসানো হয়। লাইটিংয়ের কারণে দূর থেকেও ‘এক্স’ প্রতীকটিকে জ্বলজ্বল করতে দেখা যায়। চোখে আলো লাগায় বেশ বিরক্ত হন শহরতলির বাসিন্দারা। এ পর্যন্ত ২৪টি অভিযোগ নথিবদ্ধ করেছে নগরের ভবন বিভাগ।

ভবন পরিদর্শন বিভাগের একজন মুখপাত্র সোমবার ই-মেইলের মাধ্যমে বলেন, আজ সকালে ভবন পরিদর্শকরা কাঠামোটি ভেঙে ফেলতে দেখেছেন। অনুমোদন ছাড়া তীব্র আলোর কাঠামো বসানোর জন্য ভবন মালিককে গুণতে হবে জরিমানা।

তবে এক্স জানিয়েছে, তারা স্বেচ্ছায় লাইটিং লোগোটি অপসারণ করেছেন। সূত্র: সিবিএস নিউজ, ওয়াশিংটন পোস্ট, এপি, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here