যে কারণে করনের অনুষ্ঠান ছেড়ে যাওয়ার হুমকি দেন কাজল

0

করন জোহর ও কাজল, বলিউডের ‘বেস্ট ফ্রেন্ডস’ বলে পরিচিত। করনের পরিচালিত প্রথম ছবি থেকেই কাজলের সঙ্গে পরিচয় তার। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেট থেকে তৈরি হয়েছিল যে বন্ধুত্ব, তা আজও অমলিন। তবে সেই বন্ধুত্বের পথ যে পুরোটা মসৃণ, তা মোটেই নয়। বরং বন্ধু হিসেবে একাধিক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদেরকে।

২০১৬ সালে এক ঝগড়ার কারণে প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল তাদের। যদিও সেই ঝগড়ার কয়েক মাসের মধ্যেই আবার নিজেদের সম্পর্ক শুধরে নিয়েছিলেন দু’জনেই। তারপর কেটে গেছে সাত বছর। এখনও কি সেই ঝগড়ার তিক্ততা রয়ে গেছে কাজলের মনে?

কাজল বলেন, “আমি আর থাকতে পারছি না। আমি চললাম এই অনুষ্ঠান ছেড়ে।” যদিও অনুষ্ঠান ছেড়ে চলে যাননি তিনি। মজার ছলেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন কাজল।

২০১৬ সালে একই দিনে মুক্তি পায় করনের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং অজয় দেবগানের ‘শিবায়’। সেই সময় অভিযোগ ওঠে, কাজলের স্বামী অজয়ের ছবি নিয়ে খারাপ কথা ছড়ানোর জন্য নাকি বিপুল অংকের টাকা দিয়েছিলেন করন। সেই বিষয় নিয়েই ঝগড়া বাধে কাজল এবং করনের মধ্যে। এমনকি, আত্মজীবনী ‘অ্যান আনস্যুটেবল বয়’-এও করন লেখেন, কাজলের সঙ্গে নাকি সব সম্পর্ক শেষ করে দিয়েছেন তিনি। যদিও তার কয়েক মাস পরেই সব ভুল বোঝাবুঝি সরিয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন তারা। তারপরে একাধিকবার ‘কফি উইথ করন’-এ এসেছেন কাজল। এমনকি, এক সিজনে স্বামী অজয়ের সঙ্গেই এসেছিলেন অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here