যে কারণে ইমরান খানের আপিল আবেদন ফেরত দিল সুপ্রিম কোর্ট

0

পাকিস্তানের সুপ্রিম কোর্ট কার্যালয় রাষ্ট্রীয় উপহার বিক্রির (তোশাখানা) মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বছরের সাজা বাতিল চেয়ে করা আপিল আবেদন ফিরিয়ে দিয়েছে। গত শনিবার  আইনজীবী সর্দার লতিফ খোসার মাধ্যমে এই আপিল আবেদন করেন ইমরান খান।

সুপ্রিম কোর্ট কার্যালয় জানিয়েছে, অসম্পূর্ণ হওয়ায় আপিলের আবেদন ফেরত পাঠানো হয়েছে।

ইমরান খান রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় পাওয়া উপহার বিক্রির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। গত ৫ আগস্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত। দোষী সাব্যস্ত ও কারাদণ্ড হওয়ায় ইমরানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টার অংশ হিসেবে সেই রায়ের বিরুদ্ধে প্রথমে ইসলামাবাদ হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান।

গত বছরের এপ্রিলে দেশটির পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছে। দুর্নীতিসহ আরও কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে ইমরান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন।

ইমরান খান ও তার দলের দাবি, ক্ষমতাসীন সরকার ও সেনাবাহিনীর চক্রান্তে উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে এসব মামলা হয়েছে, যাতে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারেন। 

রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় পাওয়া উপহার বিক্রির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here